ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পটুয়াখালীতে ভালোবাসা দিবসে শাশুড়িকে নিয়ে পালাল জামাই, শ্বশুরের মামলা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালীতে ভালোবাসা দিবসে শাশুড়িকে নিয়ে পালাল জামাই, শ্বশুরের মামলা

ছবি প্রতিকী

গত ১৪ ফেব্রুয়ারি ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিতে শাশুড়িকে নিয়ে পালালেন জামাই। বাধ্য হয়ে স্ত্রী ও জামাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শ্বশুর। ঘটনাটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার।

শ্বশুর কাজের কারণে বাড়ির বাইরে থাকার সুযোগে শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়ে জামাইর। ফলে ভালোবাসা দিবসে অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে জামাই। 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এ ঘটনায় সোমবার (২০ ফেব্রুয়ারি) জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী ও মেয়ে জামাইয়ের বিরুদ্ধে করেন শ্বশুর।

বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার বাদী ও অভিযুক্ত সবাই একই গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার এক ব্যক্তির বড় মেয়ের সঙ্গে অভিযুক্ত জামাইয়ের বিয়ে হয় পাঁচ বছর আগে। বিয়ের পর জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। শ্বশুর কাজের সুবাদে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে সবার অগোচরে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান জামাই। একপর্যায়ে গত ১৪ ফেব্রুয়ারি তিনি শাশুড়িকে নিয়ে পালিয়ে যান। এ সময় শ্বশুর ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন। ঢাকা থেকে ফিরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী  জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন।

মামলার বাদী গণমাধ্যমকে বলেন, ‘বিয়ের পর জামাই আমাদের বাড়িতেই বসবাস করত। তাদের আট মাসের একটি কন্যাশিশু আছে। আমি মাসে ২০ থেকে ২৫ দিন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকতাম। এই সময় পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে আমার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় জামাই। ১৪ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে নিয়ে সে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের খোঁজ না পেয়ে মামলা করতে বাধ্য হয়েছি।’

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

নানা আয়োজনে মহান মে দিবস পালিত। মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও কোন ছাড় নয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা-বলছে আবহাওয়া অধিদপ্তর।
গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করার ব্যর্থতার দায় হামাসকেই বহন করতে হবে- জেরুজালেম সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রবল বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় ১৬৯ জনের মৃত্যু। নাইরোবিতে নজিরবিহীন পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
স্টিভেন স্মিথকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।