ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পাকিস্তানের জিজেইউএস প্রতিনিধি দলের সফর আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায়

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ৬ মে ২০২৫

আপডেট: ১৭:৪৯, ৬ মে ২০২৫

পাকিস্তানের জিজেইউএস প্রতিনিধি দলের সফর আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায়

ছবি:নিউজ জার্নাল ২৪

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে গবেষণা, প্রযুক্তি ও শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে সম্প্রতি পাকিস্তান সফরকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর একটি প্রতিনিধি দলের কার্যক্রমের মধ্য দিয়ে। স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করা এই সংস্থাটি পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস (UVAS)-এর বিশেষ আমন্ত্রণে ৯ দিনব্যাপী এক শিক্ষা ও গবেষণা সফরে অংশ নেয়। সফরটি অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের নেতৃত্বে এই সফরে আরও অংশ নেন তিনজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান—ডা. খলিলুর রহমান, ডা. তরুন কুমার পাল এবং ডা. আব্দুর রহিম। সফরের সময় প্রতিনিধিদল UVAS-এর বিভিন্ন গবেষণাগার, প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্র ও উন্নত জাতের পশুপ্রজনন খামার পরিদর্শন করেন। বিশেষভাবে তারা শাহিওয়াল গরু ও নিলি-রাভি মহিষের ব্রিডিং কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন, যা দক্ষিণ এশিয়ায় উন্নত প্রাণিজাত উৎপাদনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদাহরণ।
সফরকালে প্রতিনিধি দল UVAS-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দু’দেশের মধ্যে প্রাণিসম্পদ খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিয়েট হলে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় UVAS এবং জিজেইউএস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি ইন্টার্নশিপ, যৌথ ওয়ার্কশপ ও প্রশিক্ষণ আয়োজন এবং উদ্ভাবনী প্রযুক্তি বাস্তবায়নসহ একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথ প্রশস্ত হয়।
UVAS-এর ভেটেরিনারি অনুষদের চেয়ারম্যান ড. অনিলা জামির দুররানি, মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইজাজসহ বিভিন্ন অনুষদের সদস্যরা এই সমঝোতা স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে দুই দেশের ভেটেরিনারি গবেষণার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাণিসম্পদ খাতে একটি টেকসই ও ফলপ্রসূ আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে প্রাণিসম্পদ খাত কৃষি নির্ভর জনপদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ দেশের প্রযুক্তি, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে সহায়ক হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, “এই সফর আমাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে এক নতুন মাত্রা যুক্ত করেছে। আমরা বিশ্বাস করি, এই চুক্তির ভিত্তিতে ভবিষ্যতে আরও গভীর পর্যায়ে কাজ করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “প্রাণিসম্পদ খাতে উন্নয়নের জন্য এমন আন্তঃদেশীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই সম্পর্ক কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নেও পরিণত হোক।”
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভবিষ্যতে এই ধরণের যৌথ উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। সংস্থাটির প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের প্রাণিসম্পদ খাতকে শুধু আধুনিক ও প্রযুক্তিনির্ভর করবেই না, বরং এটি গ্রামীণ অর্থনীতির ভিতও আরও মজবুত করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন