ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণ : ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ৭ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণ : ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট

ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১২০ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিস্থানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে বহুতল ভবন বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মরদেহ হাসপাতালে আছে। এখন পর্যন্ত আহত ৭০ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। 

সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত ১৫ জন মারা গেছেন। এরইমধ্যে আহত ১২০জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা সব ধরণের সহযোগিতা করে যাচ্ছি।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল ৪টা ৫০ এর দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। বিস্ফোরণে পাশের ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন