
ছবি সংগৃহীত
গুলিস্তানে সাত তলা ভবনে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সকল ধরণের জরুরি ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালিক। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৬ মারা গেছেন। ১১২ জন আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ৬৭ জন ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমাদের ইমারজেন্সি ব্যবস্থা ‘ওসেককে নিয়ে এসেছি। চিকিৎসক, নার্স সবাই প্রস্তুত আছেন। তারা এখানে এসে চিকিৎসা শুরু করেছেন। যাকে যেখানে চিকিৎসা দেয়া দরকার, সেখানে পাঠানো হচ্ছে। আনেককে আইসিউতে নেয়া হয়েছে।
তিনি বলেন, এখানে জায়গার অভাব হলে পাশের বার্ণ ইউনিটে নিতে পারবো। স্যার সলিমুল্লাহয়ও চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে মাথায় বেশি আঘাত পেয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। অনেকের ৮০ শতাংশ পুড়ে গেছেন। বার্ণ ইউনিটে ৭ ভর্তি হয়েছে। আশংকাজনকও আছে আনেকে।