
ছবি সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় আধাঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকাজ স্থগিত আছে।ভবনটির আশপাশ সিল করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাত আটটার দিকে মাইকিং করে এই ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভবনটিতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এজন্য আপাতত ভবনটির আশপাশ থেকে বেসরকারি উদ্ধারকর্মী, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার লোকজনকে সরে যেতে অনুরোধ জানানো হয়েছে।
এখনো ভবনের মধ্যে মানুষ আটকে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে।