
ছবি সংগৃহীত
রাজধানীর মুগদায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মো. সাদ্দাম সর্দার (২৬) নামে একজন নিহত হয়েছেন। সাদ্দাম ছিলেন ওই ট্রাকের চালকের সহকারী। এ ঘটনায় আহত হয়েছেন মো. হিমেল নামে আরও একজন।
(২১ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, নিহত যুবকের নাম ছাড়া পুরো পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহত হিমেলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।