ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মালিবাগে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ২২ মার্চ ২০২৩

আপডেট: ২২:০১, ২২ মার্চ ২০২৩

মালিবাগে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

ছবি সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক জানান, বুধবার রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

তিনি জানান, এ ঘটনায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির বলেন, 'রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস একটি বাসকে ধাক্কা দেয়।'

এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। 

দুর্ঘটনাকবলিত বাসটি সোহাগ পরিবহনের ছিল। সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল  জানান, ক্রসিংয়ের গেইট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। তখন পেছন দিক থেকে ট্রেনটি এসে ধাক্কা দেয়। সেসময় বাসে কোনো যাত্রী ছিল না। ট্রেনের গতি কম ছিল। 

 

 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন