ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ২৪ মার্চ ২০২৩

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ছবি সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাসষ্ট্যান্ড নামক স্থানে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী ইয়াকুব (২৮) ও জোসনা আক্তার(৫০) নিহত হয়েছেন।  

এঘটনায় নিহত জোসনা আক্তারের ৬ বছরের নাতনি নুসরাত জাহান ও অটোরিকশা চালক মাজহারুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় নিহত জোসনা আক্তারের ৬ বছরের নাতনি নুসরাত জাহান ও অটোরিকশা চালক মাজহারুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দ্বেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৫০) ও মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব (২৮)

প্রত্যক্ষদর্শীরা ও এলাকাবাসী জানায়, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল থেকে আসা একটি অটোরিকশা  মহাসড়কের রায়পুর বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস  চাপা দিলে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। 

এ সময় অটোরিকশায় থাকা নারী যাত্রী জোসনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব। 

আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক মাজহারুল এবং নিহত জোসনা আক্তারের নাতনি নুসরাত জাহানকে (৬) ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।