ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ফেসবুক লাইভে দাম্পত্য কষ্টের কথা জানিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ৯ এপ্রিল ২০২৩

ফেসবুক লাইভে দাম্পত্য কষ্টের কথা জানিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

ফেসবুক লাইভে এসে দাম্পত্য জীবন নিয়ে কষ্টের কথা জানিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন শাকিল খান (২৫) নামের এক যুবক। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে গাইবান্ধা-বোনারপাড়া রেল লাইনের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
 
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। মৃত শাকিল খান গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাচ্চু খানের ছেলে।

এর আগে, শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে হুমকি-ধমকির বিষয়ে কথা বলেন শাকিল।

লাইভের শুরুতে ছালাম জানিয়ে শাকিল খান তার গ্রামের নামসহ বাবা-মার পরিচয় জানান। এরপর কান্নাজড়িত কণ্ঠে শাকিল এক মাস আগে তার বিয়ে হয় বলে জানান। এই বিয়ের পর থেকেই তাকে বিভিন্ন হুমকি-ধমকিসহ ভয়-ভীতি দেখানোর কথাও বলেন তিনি। এরপরেই তার লাইভটি বন্ধ হয়ে যায়। তবে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়।

স্বজনদের অভিযোগ, দাম্পত্য কলহের কারণে শাকিলের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছেন। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তার স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি তাতে রাজি হয়নি। উল্টো তারা শাকিলকে জেলের ভাত খাওয়ানোসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এতে বাধ্য হয়ে শাকিল আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যার আগে স্টেডিয়াম এলাকার রেল লাইনে ঘোরাঘুরি করেন শাকিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে শাকিল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ গাইবান্ধা ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সেতাফুর রহমান জানান, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ফাঁড়িতে রাখা হয়। শনিবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

রোববার (৯ এপ্রিল) সকালে তার মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।