ঢাকা,  রোববার  ৩১ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

লেবু চুরি ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, ঘাস কাটতে গিয়ে চা–শ্রমিকের মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৩১ মে ২০২৩

লেবু চুরি ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, ঘাস কাটতে গিয়ে চা–শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রতন বারাক (৪৭) নামে এক চা–শ্রমিক।

মঙ্গলবার উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রতন শ্রীমঙ্গল উপজেলার খাউছড়া চা বাগানের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে চুরি ঠেকাতে বিদ্যুতায়িত করে রেখেছে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রতন বারাক মারা যান।

তবে বাগান মালিক শফিউল ইসলাম ওরফে মোশারফ হোসেনের দাবি, রতন বারাক হার্ট অ্যাটাকে মারা গেছেন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্থানীয় ইউপি সদস্যদের মধ্যস্থতায় নগদ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে লাশ সৎকার করা হয়েছে বলে জানা যায়।

লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রুজিনা বেগম বলেন, ‘সকালে বাগানে গিয়ে দেখি চা–শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে।’

শ্রীমঙ্গল উপজেলার কালীঘট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘রতন বারাক বিদ্যুতায়িত হয়েই মারা গেছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন