ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে নিহত কলেজছাত্র

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ১৯ জুন ২০২৩

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে নিহত কলেজছাত্র

রাজশাহীতে হোস্টেলের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে সাহাবুল (২৭) নামের এক কলেজছাত্র বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মহানগরীর হেতমখাঁ গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।

জানা যায়, টানা কয়েক দিনের অসহনীয় গরমের পর রোববার বিকেলে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় সাহাবুল নগরীর হেতেমখাঁ এলাকার ‘রাতের মায়া’ নামের হোস্টেলের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে যায়। সেখানে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোস্টেলের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

টানা তাপদাহ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে কমপক্ষে ১১ জন নিহত।
আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণেই দল বার বার ক্ষমতায় এসেছে-সংসদে জানালেন প্রধানমন্ত্রী।
মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে। স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে- বলছে ডিবি।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ।
কলম্বিয়া ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নজিরবিহীন হামলা।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
পরীক্ষা-নিরীক্ষা নয়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান অধিনায়ক শান্ত।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো ভারত।