ঢাকা,  মঙ্গলবার  ০১ জুলাই ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে নিহত কলেজছাত্র

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ১৯ জুন ২০২৩

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে নিহত কলেজছাত্র

রাজশাহীতে হোস্টেলের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে সাহাবুল (২৭) নামের এক কলেজছাত্র বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মহানগরীর হেতমখাঁ গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।

জানা যায়, টানা কয়েক দিনের অসহনীয় গরমের পর রোববার বিকেলে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় সাহাবুল নগরীর হেতেমখাঁ এলাকার ‘রাতের মায়া’ নামের হোস্টেলের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে যায়। সেখানে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোস্টেলের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন