ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার: আইজিপি

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ৩ জানুয়ারি ২০২৪

নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল­াহ আল মামুন বলেছেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া কোনো ধরনের নাশকতার তথ্য দিলে, তথ্যের মাত্রা অনুযায়ী ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

যশোরে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘অনেকেই নাশকতার আশঙ্কা করেছেন। সেই আশঙ্কা বিবেচনায় নিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ নাশকতার তথ্য দিলে পুরস্কারের পাশাপাশি তথ্য দাতার পরিচয়ও গোপন রাখা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই ৮০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে। পুলিশের সব ধরনের লজিস্টিক সাপোর্ট, ইকুইপমেন্ট ও জনবল আছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘সংখ্যালঘুদের উৎকণ্ঠার বিষয়টি বিবেচনায় নিয়ে সব পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটপূর্ব, ভোটের সময় ও ভোটের পরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিয়মিত পেট্রোলিং থাকবে। বিজিবি, র‌্যাব, আনসার, গোয়েন্দা সংস্থা, জুডিসিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সর্বোপরি নাগরিকদের সহায়তায় আগামী নির্বাচন সফলভাবে শেষ করতে পারার আশা করছি।’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘কোনো প্রার্থীর অভিযোগই ইগনোর করা হচ্ছে না। সব অভিযোগই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা দেশেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেগুলোতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ তা প্রতিনিয়ত আপডেট হচ্ছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

নানা আয়োজনে মহান মে দিবস পালিত। মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও কোন ছাড় নয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা-বলছে আবহাওয়া অধিদপ্তর।
গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করার ব্যর্থতার দায় হামাসকেই বহন করতে হবে- জেরুজালেম সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রবল বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় ১৬৯ জনের মৃত্যু। নাইরোবিতে নজিরবিহীন পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
স্টিভেন স্মিথকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।