ঢাকা,  রোববার  ৩১ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

ছবি সংগৃহীত

ভোলায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপরিচালক (মাইক্রোফিন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেইজ প্রকল্পের কর্মকর্তা মো. আবদুল হাই জিন্নাহ। এ সময় রেইজ প্রকল্প ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেইজ প্রকল্পের আওতায় গুরু-শিষ্য কার্যক্রমের তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ট্রেডে (গ্রাফিক্স ডিজাইন, বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং) প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ভোলার সাত উপজেলার বিভিন্ন ট্রেডের ২০ জন শিষ্য অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন