ঢাকা,  মঙ্গলবার  ০১ জুলাই ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আত্মগোপনে থাকা সাবেক মেয়র, তার ছেলে ও মেয়ের জামাই গ্রেফতার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আত্মগোপনে থাকা সাবেক মেয়র, তার ছেলে ও মেয়ের জামাই গ্রেফতার

ছবি সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, তার ছেলে রাজু আহম্মেদ আড়ানী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং মুক্তার আলীর মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।

মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে ও রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিলেন। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন