ঢাকা,  রোববার  ৩১ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বরগুনা পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আসমা বেগম (৩৫)। বেতাগীর কাজিরাবাদ এলাকার ইউনুস হাওলাদারের মেয়ে আসমা পূবালী ব্যাংক বরগুনা শাখার কর্মচারী ছিলেন। অভিযুক্তর নাম আবুল কালাম (৩৮)। ওই দম্পতির সন্তান দুটির বয়স ১২ ও পাঁচ।

নিহত আসমা বেগমের মেয়ে জানায়, বিকালে তাদের কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বাবা আবুল কালাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখে মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। 

প্রতিবেশীরা জানান, শিশুদের চিৎকার শুনে তারা রক্তাক্ত অবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক হিমেল পাল বলেন, আসমার শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। 

এই ঘটনায় অভিযুক্তর সবোর্চ্চ শাস্তি দাবি করেছেন আসমার স্বজনরা। আসমার ভাই জুবায়ের হোসেন বলেন, আমার বোনকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে। কমপক্ষে ২০টি কোপ দিয়েছে। আমরা আবুল কালামের ফাঁসি চাই। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করেছে আবুল কালাম। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে অধিকতর তদন্তের স্বার্থে সোমবার আদালতে রিমান্ড চাইবে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন