ঢাকা,  বুধবার  ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও পাচ্ছেন বেতন!

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:১১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও পাচ্ছেন বেতন!

জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ফাইল ছবি

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক মুরাদুজ্জামান সাময়িক বরখাস্ত হয়েও নিয়মিত বেতন পাচ্ছেন বলে জানা গেছে। তিন বছর কলেজে না এসেও সরকারি কোষাগার থেকে অর্থ মিলছে এমপিওভুক্ত ওই শিক্ষকের। তবে, তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন।

ধুনটে জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে ২০২২ সালের মার্চে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেফতার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী, বরখাস্তের পর মুরাদুজ্জামানের অর্ধেক বেতন পাওয়ার কথা থাকলেও সময় সংবাদের হাতে আসা তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে তাকে নিয়মিত হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেয়া হচ্ছে।

ব্যাংক স্টেটমেন্টের গ্রাফিক্স সোনালী ব্যাংকের ধুনট শাখায় তার অ্যাকাউন্টে চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে ঢুকছে পুরো বেতন ৪০ হাজার ৫০০ টাকা করে। পাশাপাশি তাকে প্রতি মাসে নিয়মিত দেখানোর অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ্যের কিরুদ্ধেও। আর দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবারের।

এ নিয়ে অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে, তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন।

অভিযুক্তের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ। তিনি বলেন, ‘বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। আশা করি, দ্রুত ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক অপরাধ করে পার পাবে, সেটার সুযোগ নেই।’

মামলা হওয়ার দুবছর পর ২০২৪ সালের মার্চে মুরাদুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন