
ভোলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ শুরু
তারুণ্যের উৎসবকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং ভোলা জেলা ফুটবল এসোসিয়েশনের বাস্তবায়নে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের গজনবী স্টেডিয়ামে এ লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল হক, ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভোলা জেলা বনাম সাতক্ষীরা জেলা দল। টানটান উত্তেজনায় ভরা খেলায় উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। দীর্ঘ চার বছর পর ভোলা গজনবী স্টেডিয়ামে বড় পরিসরে আয়োজিত এ ফুটবল খেলায় দর্শকদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগটি ‘এওয়ে’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ভোলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তারা।