
গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন সম্প্রসারণে উদ্যোক্তা ও কৃষকদের প্রশিক্ষণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন সম্প্রসারণে উদ্যোক্তা ও কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের রানিগঞ্জ বাজার এলাকায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় দিনব্যাপী এ অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, বালাই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল এবং জিজেইউএস-এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ মুরাদ হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জিজেইউএস-এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ নাজিমুদ্দিন শান্ত, সহকারী কৃষি কর্মকর্তা রিপন দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের মধ্যে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
কৃষি কর্মকর্তারা বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ক্রমবর্ধমান। এ চাহিদা পূরণে গ্রীষ্মকালীন মৌসুমেও পেঁয়াজ চাষ সম্প্রসারণ করতে পারলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন এবং বাজারে আমদানি নির্ভরতা কমবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মানসম্মত বীজ নির্বাচন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।