ঢাকা,  মঙ্গলবার  ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলে পাড়ায় উৎসবের আমেজ

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১১:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলে পাড়ায় উৎসবের আমেজ

ভোলায় মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ

দেরিতে হলেও মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে জেলে পাড়া থেকে শুরু করে স্থানীয় আড়তগুলো। জেলেরা জানান, মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় তারা চরম সংকটে পড়েছিলেন। তবে গত এক সপ্তাহ ধরে প্রচুর ইলিশ ধরা পড়ায় বদলে গেছে সেই চিত্র।

ভোলা সদরের তুলাতলী ঘাটে গিয়ে দেখা গেছে, জেলেদের আহরিত ইলিশ কেনাবেচায় সরগরম আড়ত। কেউ ওজন নিচ্ছেন, কেউ বরফে মাছ সংরক্ষণ করছেন আবার কেউবা ঝুড়িতে ভরে পাঠাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে। জেলেদের মতে, আগে সারাদিন জাল বেয়ে এক থেকে দেড় হাজার টাকার মতো ইলিশ ধরা পড়ত, এখন প্রতিবার শিকারে গিয়ে ৮-৯ হাজার টাকার ইলিশ পাওয়া যাচ্ছে।

জেলে শাহে আলম ও আবুল হোসেন জানান, ধারদেনায় কাটানো মৌসুমের শুরুটা ছিল কঠিন। তবে এখন যেভাবে ইলিশ ধরা পড়ছে, অভিযানের আগেই অনেকটা ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। একইসঙ্গে পুরনো ধার-দেনা শোধেরও আশা করছেন তারা।

শুধু জেলেরা নন, আড়ৎদাররাও সন্তুষ্ট। আড়ৎদার মঞ্জু বলেন, “মৌসুমের শুরুতে মাছ না থাকলেও এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে জেলেরা যেমন খুশি আমরাও খুশি।” কয়েকজন আড়ৎদার জানান, আগে তুলাতলী ঘাটে প্রতিদিন যেখানে এক লাখ টাকার ইলিশ কেনাবেচা হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ লাখ টাকায়।

অপরদিকে, ইলিশের সরবরাহ বাড়ায় স্থানীয় বাজারে দাম কিছুটা কমবে বলে আশা করছেন ভোক্তারা।

এ বিষয়ে ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া জানান, “এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন। নদীতে এভাবে ইলিশ ধরা পড়তে থাকলে আমরা লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী।”

সরকারি হিসাব, আড়ৎদারদের প্রত্যাশা আর জেলেদের স্বপ্ন—সব মিলিয়ে ভোলার ইলিশ ঘিরে জেগে উঠেছে নতুন প্রাণচাঞ্চল্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন