ঢাকা,  রোববার  ২৬ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সিএনজিতে ধস্তাধস্তি: ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ, তদন্তে পুলিশ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৫ অক্টোবর ২০২৫

সিএনজিতে ধস্তাধস্তি: ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত সিএনজিতে ছুরিকাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) রাতের দিকে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত সিএনজির পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় ভেতরে থাকা দুইজন পালাক্রমে দরজা খুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা করছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনলাইনে।

পরে জানা যায়, কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন। তিনি দাবি করেন, ঘটনাটি মদনপুর এলাকায় রাত ১২টা ২০ মিনিটে ঘটে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ—এ নিয়ে চলছে নানা আলোচনা। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন