ঢাকা,  শুক্রবার  ২১ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিশেষ অলিম্পিকে স্বর্ণজয়ী ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ০৮:২৯, ২০ নভেম্বর ২০২৫

বিশেষ অলিম্পিকে স্বর্ণজয়ী ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ–ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতা ২০২৪-এ স্বর্ণপদক জয়ী ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুল।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে স্কুলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীরা হল—পুরুষ দল থেকে রায়হান ও বিপ্লব এবং নারী দল থেকে তানজুম। তারা তিনজনই বাংলাদেশ স্পেশাল জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থী। তিনজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
তার মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রী তানজুম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ভোলার গৌরবে নতুন মাত্রা যোগ করেছে।

অভিভাবকরা জানান, সন্তানদের এ সাফল্য তাদের জন্য গর্বের। তারা বলেন, “প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ—আমাদের সন্তানরা সেটাই প্রমাণ করেছে।”

শিক্ষকরাও মনে করছেন, এই অর্জন জেলা ও দেশের জন্য বড় সম্মান বয়ে এনেছে।
স্কুলের পরিচালক মো. ইসমাইল বলেন, “এর আগে বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে আমাদের ছয় শিক্ষার্থী স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছিল। আবারও শিক্ষার্থীরা সাফল্য এনে দিয়েছে—এটা আমাদের জন্য আনন্দ ও গর্বের।”

স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ শওকাত হোসেন বলেন, “এ সাফল্য প্রমাণ করে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তারা দেশের মূল্যবান সম্পদ। তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের সবার।”

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও সহপাঠীরা বিজয়ীদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ–ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতায় এশিয়ার ছয়টি দল অংশ নেয়। নারী ও পুরুষ—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। দল দুটির তিনজন ফুটবলারের বাড়ি ভোলায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন