ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বঁটির কোপে পুত্রবধূ নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পুত্রবধূর নাম লিমা খাতুন। তিনি ওই গ্রামের মুকবুল শেখের ছেলে মজনু শেখের স্ত্রী।
জানা যায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন লিমা খাতুন। সে সময় তার শ্বশুর মুকবুল শেখ হঠাৎ ধারালো বঁটি দিয়ে তাকে আঘাত করেন। এ সময় লিমার চিৎকারে পরিবারের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান, জানান, মুকবুল শেখ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর শ্বশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।









