ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আইসিএসবির নির্বাচনে জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ২ অক্টোবর ২০২২

আইসিএসবির নির্বাচনে জয়ী হলেন যারা

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিয়েট অব বাংলাদেশের (আইসিএসবি) পঞ্চম কাউন্সিল সদস্য নির্বাচন শনিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ৩৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ আসাদ উল­াহ। তিনি প্রতিষ্ঠানটির প্রাক্তন প্রেসিডেন্ট এবং বেক্সিমকো গ্রুপের গ্রুপ কোম্পানি সেক্রেটারি।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৩১২ ভোট পেয়েছেন মোহাম্মদ আব্দুল­াহ আল মামুন। এরপর রয়েছেন অলি কামাল। তিনি ৩০০ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভোটাররা ১৩ জন কাউন্সিল সদস্য নির্বাচিত করেছেন। পরবর্তীতে এরা ভোট দিয়ে নিজেদের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

নির্বাচিত অন্য কাউন্সিল সদস্যরা হচ্ছেন- নুরুল আলম (২৯১), এ কে এম মুশফিকুর রহমান (২৫৭), মোহাম্মদ শফিকুল আলম ভুইয়া (২৫৪), শরিফ হাসান (২৪৪), মোহাম্মদ সানাউল­াহ (২২৯), আবুল ফজল মুহাম্মদ রুবায়েত (২২৯), সেলিম আহমেদ (২১৭), নাসিমুল হাই (২০৪), মোহাম্মদ হারুন অর রশিদ (২১২) ও আজিজুর রহমান (২০২)।

অন্য প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান ২০২ ভোট, মোহাম্মদ শাহজাহান ১৯৪ ভোট, ফিরোজ ইকবাল ফারুক ১৯০ ভোট, গোপাল চন্দ্র দেবনাথ ১৮৬ ভোট, সেলিম রেজা ১৬৪ ভোট, হুমায়ুন কবির ১৬৪ ভোট, মোহাম্মদ নুরুল আলম ১৫৫ ভোট, রফিকুল ইসলাম ১৫০ ভোট, ইতরাত হুসেইন ১৩৭ ভোট, সুলতান উল আবেদিন মোল­া ৬৯ ভোট, মুহাম্মদ আবুল হাশেম ১০৭ ভোট, মোহাম্মদ মহসীন ১০৯ ভোট, আক্তার হোসেইন ১৪১ ভোট, জাহাঙ্গীর আলম মানিক ১১১ ভোট, রাজা মাহমুদুল হক ৯৭ ভোট, মোহাম্মদ মুস্তফা কামাল ৩৪ ভোট ও আহসান হাবিব ৬০ ভোট পেয়েছেন।

এবার নির্বাচনে ভোটার ছিলেন ৫৮৭ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৪৪১ জন। মোট ভোটের মধ্যে ১৪ টি ভোট বাতিল হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।