ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এলসির দায় পরিশোধের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ১৭ নভেম্বর ২০২২

এলসির দায় পরিশোধের সময় বাড়লো

শিল্পের কাঁচামাল, সার ও রফতানি খাতের ব্যাক টু ব্যাক লেটার অব ক্রেডিট (এলসি) ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে দায় পরিশোধের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, এসব সুবিধা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে চলতি বছরের ২০ জুলাই এলসি পরিশোধের মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তার আগে, ব্যবসায়ী নেতৃবৃন্দ উলে­খিত পণ্যের কাঁচামাল আমদানিতে এলসির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করার দাবি জানিয়ে আসছিল।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।