ঢাকা,  শুক্রবার  ০২ জুন ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সমাজেরই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত : প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৪ এপ্রিল ২০২৩

সমাজেরই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত : প্রভা

‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করেছে টেলিভিশন শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। সংঘটি জানায়, এই টিম তাদের আইনি সহায়তা দেবে। শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সংগঠনের কার্যালয়ে টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

টিমের সদস্যরা হলেন— অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার রাবেয়া জাহান ফিরোজ এবং অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

স¤প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নামে আইনি নোটিশ আসার পর এমন উদ্যোগ নেওয়া হলো। অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পর গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বললেন প্রভা। বক্তব্যের শুরুতে প্রভা বলেন— “আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে। ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তার চেয়ে বড় ভয় হয় যদি সাংবাদিকরা জানতে পারে—তাহলে কী হবে!’

মূলত স¤প্রতিকালে তার বাগদত্তার সঙ্গে কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রভা। ব্যক্তিগত জীবনে অনেক ঝড়-ঝাপ্টার সম্মুখীন হয়েছেন। পরবর্তী সময়ে প্রেম কিংবা বিয়ে নিয়ে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। তবে এসবের জন্য তিনি পরোক্ষভাবে দুষলেন গণমাধ্যমকে।

প্রভা বলেন, আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখ ফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে, বললেই যদি জার্নালিস্ট জেনে যায়? ডিভোর্সের পেপার যখন ফাইল করি, নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম, সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতেন।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমি জানিয়েছি, আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে নিউজ হয়ে গেছে—‘অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা’। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এ সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।

সাংবাদিকদের সঙ্গে তার বিগত অভিজ্ঞতা সুখকর নয় বলে উদাহরণ হিসেবে দুটি ঘটনা বলেন।

তিনি বলেন, একটা মেকআপ রুম। যেখানে আমরা শুটিং করে রুমে ঢুকি। মেকআপ করি। আপনারা (সাংবাদিক) এলে বসে গল্প করি। তো এভাবে একদিন গ্রিনরুমে বসে আছি। একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক এলো। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার দিয়ে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে ক্লিক ক্লিক ক্লিক। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট।’ এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনো প্রাইভেসি নাই?

আরেকটা ঘটনা, সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখল! আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়ালাইজ করে নাই। আমি বোন হিসেবে তুলনা করলে কি খুব সমস্যা হয়? আমাকে প্রটেস্ট করবেন, বোনকে নিয়ে বাজে কথা অ্যালাউ করব না। বান্ধবীর বাসায় মুরগি কেটে দিয়েছি, মসলাও করে দিয়েছি। এটা কি করার মতো নিউজ? একজন বলল তুমি তো ইনস্টাগ্রামে অ্যাটেনশন চাও, সঙ্গে সঙ্গে আমি আমার প্রোফাইল পিকচার সরিয়ে দিলাম, ফলো করা বন্ধ করে দিলাম।

সবশেষ নিজের বর্তমান নিয়ে বেশ ভালো আছেন বলেও জানান ‘সিক্সটি নাইন’ দৈনিক তোলপাড়-খ্যাত এ তারকা। ধন্যবাদ জানিয়ে বলেন, আমার বাবা-মা শিক্ষিত। আমি খুব সুন্দর একটা পরিবার পেয়েছি। তারা আমাকে সমর্থন করে গেছে। আমি চাই ভবিষ্যতে সাংবাদিকরাও আরও সমর্থন দেবেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে পেশ। মূল্যস্ফিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ।
প্রস্তাবিত বাজেট গরীব বান্ধব-দাবী অর্থমন্ত্রীর। সর্বোচ্চ অগ্রাধিকার সামাজিক সুরক্ষা খাতে। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য ও শিক্ষায়।
করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ টাকা, নারীর ৪ লাখ।
বাজেটে দাম বাড়বে- বিলাসবহুল গাড়ী,এলপি সিলিন্ডার,সিমেন্ট,মোবাইল,কলম,টিস্যু,বিড়ি সিগারেট ও শৌখিন দ্রব্যের। দাম কমবে -খাদ্যপণ্য, এলইডি বাল্ব, মিষ্টি ও কৃষি যন্ত্রাংশের।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৫ টাকা থেকে ১৬১ টাকা কমিয়ে এক হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
সহযোগীসহ ৪০ মামলার আসামি ‘মোশা বাহিনী’র প্রধান গ্রেফতার।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত।
বান্দরবানের রুমায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তরসহ প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে সেনাবাহিনী। মাইন বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত। সেনা প্রধানের শোক।
কানাডার নোভা স্কোটিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।
এএস রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তমবার ইউরোপা কাপ জয়ের রেকর্ড গড়লো সেভিয়া।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।