ঢাকা,  মঙ্গলবার  ৩০ ডিসেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলার চার সংসদীয় আসনে ১ নারীসহ ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ০৮:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৫

ভোলার চার সংসদীয় আসনে ১ নারীসহ ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জমা পড়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৪ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি থেকে ১ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৩ জন, আম জনতার দল থেকে ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন, গণ অধিকার পরিষদ থেকে ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ১ জন, খেলাফত মজলিস থেকে ১ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে ১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে ১ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন থেকে ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভোলা-১ (ভোলা সদর)

এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবি আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জাতীয় পার্টির মো. আকবর হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়দুর রহমান, গণ অধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশরাফ আলী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রফিজুল হোসেন।

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান)

এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ফজলুর করিম, জাতীয় পার্টির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোকফার উদ্দিন চৌধুরী, আম জনতার দলের মো. আলাউদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আবদুস সালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. জাকির হোসেন খন্দকার, মহিবুল্লাহ খোকন ও তাসলিমা বেগম।

ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন)

এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণ অধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলে উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রহমত উল্লাহ।

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা)

এই আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন, আম জনতার দলের মো. জালাল উদ্দিন রুনী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. রফিকুল ইসলাম।

ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন