ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

চীনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৪ মার্চ ২০২৩

চীনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় একজোটে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সে লক্ষ্যে ত্রিদেশীয় চুক্তি-অকাসের আওতায় প্রথমবারের মতো তিনটি মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

সোমবার (১৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো নৌঘাঁটিতে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার পাশাপাশি এশীয় প্যাসিফিক অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও হাইপারসনিক প্রযুক্তিতে উন্নতির ওপর জোর দেন নেতারা।

 

গেলো ৬৫ বছরে প্রথম ও ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোন দেশকে মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন সরবরাহ করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। চুক্তির আওতায় ২০৩০ সাল নাগাদ আরও দু'টি সাবমেরিন পাবে অস্ট্রেলিয়া।

বিশ্ব রাজনীতিতে রাশিয়া-চীনের আগ্রাসন ও ইরান-উত্তর কোরিয়ার অস্থির আচরণ মোকাবেলায় এ জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। এ অবস্থায় নয়া সামরিক জোটের মাধ্যমে স্নায়ুযুদ্ধের উস্কানির পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র নতুন অস্থিরতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছে চীন। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।