ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রোজার শুরুতেই ইসরায়েলের হামলায় এক ফিলিস্তিনি নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২৪ মার্চ ২০২৩

রোজার শুরুতেই ইসরায়েলের হামলায় এক ফিলিস্তিনি নিহত

ছবি সংগৃহীত

রোজা শুরু হওয়া প্রথম দিনই রক্তাক্ত হলো ফিলিস্তান। ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ। খবর আল জাজিরা। 

আবু খাদিজেহের মরদেহ হাসপাতালে নেওয়ার পর তার হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অনেক ফিলিস্তিনি।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে অভিযান চালায় তারা। এসময় গুলিতে নিহত হয় ওই ব্যক্তি।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মুরাদ দ্রৌবি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরায়েলি বাহিনী তুলকারেমের একটি এলাকা শুফায় হামলা চালায়। আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী।

গত বছরও রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়া গত রোববার ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা শারম আল-শেখে মার্কিন, মিশরীয় ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানে তারা সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন