ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

উৎসবের আমেজে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল উত্তর আমেরিকা

নিউজজার্নাল২৪.ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ৯ এপ্রিল ২০২৪

উৎসবের আমেজে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল উত্তর আমেরিকা

উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলেন অধিবাসীরা। একে ‘গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস’ও বলা হচ্ছে।

স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৭ মিনিটে) প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে। এর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে সূর্যগ্রহণ দৃষ্টিগোচর হতে থাকে। যুক্তরাষ্ট্রের পর কানাডায় সূর্যগ্রহণ দৃশ্যমান হয়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। ওই সময় ওই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে যা ৪ মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। খবর বিবিসি।

এই তিন দেশে প্রায় চার কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে বিভিন্ন এলাকায় সমবেত হয়েছিলেন। পূর্বাভাস অনুযায়ী যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, গত কয়েক দিন ধরেই সেসব এলাকায় ভিড় করছিলেন কৌতূহলী ও উৎসুক মানুষজন।

এর আগে  ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি কানাডায় এ ধরনের সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই ও যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের ২১ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

এই তিন দেশ ছাড়াও স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখেছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সোমবারের গ্রহণের বিশেষত্ব হল অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হয়েছে যখন টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে ছিল সূর্য। যা গত ৫০ বছরে কখনও কোনও গ্রহণেই হয়নি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।