ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রমজান উপলক্ষে আয়া সোফিয়ায় কালেমার বর্ণিল সাজ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪, ২৪ মার্চ ২০২৩

রমজান উপলক্ষে আয়া সোফিয়ায় কালেমার বর্ণিল সাজ

ছবি সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে তুরস্কের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ। বুধবার (২২ মার্চ) ইস্তাম্বুলে অবস্থিত এই মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ভিজ্যুয়াল লাইটের মাধ্যমে মসজিদের মিনারে ইসলামের কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ লেখা দেখা যায়।

রমজান উপলক্ষে ঐতিহাসিক এই মসজিদের বর্ণিল সাজের ভিডিওটি শেয়ার দেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া। টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমরা পবিত্র রমজান মাসের দেখা পেয়ে অত্যন্ত আনন্দিত। এ বছর আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মিনারগুলো ইস্তাম্বুল শহর ও আমাদের অন্তরকে আলোকিত করবে। তাতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাগত রমজান।’

৫৩২ সালে ঐতিহাসিক আয়া সোফিয়া নির্মিত হয়। ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের পর তা মসজিদে রূপান্তর করা হয়। ৯১৬ বছর পর্যন্ত তা খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহৃত হয়। এরপর ১৪৫৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত তা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এরপর ৮৬ বছর ঐতিহাসিক এ স্থাপনা জাদুঘর হিসেবে থাকে। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০২০ সালের ২৪ জুলাই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহার শুরু হয়। 

সূত্র : আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

খরতাপে পুড়ছে দেশ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি। তিনদিনের হিট এ্যালার্ট জারি। তাপ প্রবাহের মধ্যে ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবক ঐক্য ফোরামের।
রাজধানীতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙ্গে ঢুকে গেছে বেপোরোয়া বাস। প্রকৌশলী নিহত।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি, ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত।
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের ড্রোন হামলা। আকাশেই ধ্বংস। ৬ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক।
কেএল রাহুলের অধিনায়কোচিত ইনিংসে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে লক্ষনৌ সুপার জায়ান্ট।