ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পুরুষের ইউরিন ইনফেকশনের লক্ষণ কী, কেন হয়

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২৭ ডিসেম্বর ২০২২

পুরুষের ইউরিন ইনফেকশনের লক্ষণ কী, কেন হয়

ছবি সংগৃহীত

পুরুষের চেয়ে নারীরাই ইউরিন ইনফেকশনে বেশি ভোগেন। তবে পুরুষরাও হতে পারেন এই সমস্যার শিকার। কিডনি, ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটার টিউব হয়ে প্রস্রাব বাইরে যায়। এই অঙ্গগুলোকে একত্রে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট। এই অঙ্গগুলোর মধ্যে কোনো একটিতে ইনফেকশন হলে বুঝবেন সমস্যা আছে। এই ব্যাধির নামই হলো ইউটিআই।

একবার হলে বারবার হতে পারে ইউরিন ইনফেকশন। ওয়েবএমডির তথ্য অনুসারে, যৌনরোগ, প্রস্টেট বড় হয়ে যাওয়া, ডায়াবেটিসের কারণে এই অসুখ বারবার আক্রমণ করে। তাই সতর্ক হতে হবে সবারই।

পুরুষের ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো হলো-

১. প্রস্রাবের সময় ব্যথা
২. জ্বালাপোড়া
৩. বারবার প্রস্রাব হওয়া
৪. হঠাৎ করে প্রস্রাবের বেগ পাওয়া
৫. তলপেটে ব্যথা
৬. প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া।

কী কী কারণে পুরুষের ইউটিআই হয়?

পুরুষের প্রস্টেট গ্ল্যান্ড ফুলে গেলে ইউরিন বের হতে চায় না। এ কারণে ইউরিনে ব্যাকটেরিয়া জমতে থাকে। এমনকি জীবাণু নিজেদের সংখ্যায় বাড়াতে থাকে। সে ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই হয় ইউরিন ইনফেকশন। এ ছাড়া কিডনির অসুখ থাকলে হতে পারে সংক্রমণ।

ঘরোয়া উপায়ে কীভাবে সারাবেন ইউরিন ইনফেকশন?

এ বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জানচ্ছে, তরমুজের বীজ ও শসার বীজ ইউরিন ইনফেকশনের সমস্যা সারাতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।