ঢাকা,  শনিবার  ২৫ মার্চ ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ৯ মার্চ ২০২৩

ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকা

ছবি সংগৃহীত

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৩৬ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৪ কোটি ৯৮ লাখ ৬০ হাজার, দ্বিতীয় স্থানে এডিএন টেলিকমের ৩ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ও তৃতীয় স্থানে এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পাওয়ারের ২ কোটি ৭৬ লাখ ২০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৯১ লাখ ৪৮ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৭৩ লাখ ৪১ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৩৯ হাজার ৭৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৩৭ লাখ ৯১ হাজার, রংপুর ডেইরির ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার, এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১ কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে ব্যাপক গণহত্যা চালায়। আজও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি।
পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি।
খুলনার শিরোমনিতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যা।
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে প্যারিস থেকে একদিনে ৪৫৭ জন গ্রেফতার।
ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় লোকসভার সদস্য পদ হারালেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।