ঢাকা,  মঙ্গলবার  ১৩ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

শেয়ারবাজারে পতন, লেনদেন ১৪ কার্যদিবসের সর্বনিম্ন

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২০ মার্চ ২০২৩

শেয়ারবাজারে পতন, লেনদেন ১৪ কার্যদিবসের সর্বনিম্ন

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। একই সঙ্গে গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স আজ ৩ দশমিক ১৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে।

এছাড়াও ডিএসই এস ২ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএস ৩০ ১ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে।

সূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৩৪ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ৫১ কোম্পানির, বিপরীতে ৩৫ কোম্পানির শেয়ারদর কমেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন