ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

শেয়ারবাজারে পতন, লেনদেন ১৪ কার্যদিবসের সর্বনিম্ন

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২০ মার্চ ২০২৩

শেয়ারবাজারে পতন, লেনদেন ১৪ কার্যদিবসের সর্বনিম্ন

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। একই সঙ্গে গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স আজ ৩ দশমিক ১৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে।

এছাড়াও ডিএসই এস ২ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএস ৩০ ১ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে।

সূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৩৪ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ৫১ কোম্পানির, বিপরীতে ৩৫ কোম্পানির শেয়ারদর কমেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা ও সুপার পামওয়েল ১৩৫ টাকা নির্ধারণ। বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকা। পাঁচ লিটারের দাম বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে।
তীব্র গরমে অতিষ্ট জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস।
বান্দরবানে যৌথ অভিযানে আটক কেএনএফ’র ৫৭ জনকে আদালতে উপস্থাপন। ৫২ জন দুই দিনের রিমান্ডে।
ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে মিত্রদের সাথে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে আর্সেনালকে পরাজিত করে শেষ চারে বায়ার্ন মিউনিখ।