ঢাকা,  সোমবার  ১২ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

৫ দিনের ছুটিতে দেশের শেয়ারবাজার

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০, ২০ এপ্রিল ২০২৩

৫ দিনের ছুটিতে দেশের শেয়ারবাজার

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শেয়ারবাজার। ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকবে।

স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল থেকে যথারীতি সকাল ১০টায় শেয়ারবাজারের লেনদেন চালু হবে। চলবে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত। পোস্ট কোজিং শুরু দুপুর ২টা ২০ মিনিটে, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এছাড়া অফিস সময় সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।

এই ছুটি ২৯টি রোযা ধরে নির্ধারণ করা হয়েছে। তবে রোযা যদি ৩০টি হয়, তাহলে ছুটি আরো একদিন বাড়বে। অর্থাৎ ৩০ রোযা হলে ঈদের ছুটির পর আগামী ২৫ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি চালু হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন