ঢাকা,  শুক্রবার  ২৯ সেপ্টেম্বর ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এটিএম তারিকুজ্জামান ডিএসইর নতুন এমডি

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২১, ৯ আগস্ট ২০২৩

এটিএম তারিকুজ্জামান ডিএসইর নতুন এমডি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। তিনি বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করেছে।

এর আগে গত রোববার ডিএসইর পরিচালনা পরিষদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য তিনজন প্রার্থীর একটি প্যানেল চূড়ান্ত করে। এই প্রার্থীরা হচ্ছেন- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক (ইডি) এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান; এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম. নাসের।

সোমবার এই তালিকা বিএসইসিতে পাঠানো হয়। কমিশন তালিকা থেকে এমডি হিসেবে এটিএম তারিকুজ্জামানকে বেছে নেয়। কমিশনের ৮৭৯তম সভায় তার নিয়োগ অনুমোদন করা হয়। বিষয়টি জানিয়ে ডিএসইর চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ডিএসই বিজ্ঞাপন দিলে ২৩ জন আবেদন করেন। ডিএসইর এনআরসি এদের মধ্য থেকে ৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। পর্ষদ ওই তালিকা থেকে তিনজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করেছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন