ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে,একদিনে ৮১১ কোটি টাকার লেনদেন

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে,একদিনে ৮১১ কোটি টাকার লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মিশ্র সূচকে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার পরিমাণে এদিন পুনরায় ৮০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববার সাড়ে ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিলো।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে এদিন ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট হারিয়েছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচকে বেড়েছে দশমিক ৪৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৮১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৬১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন