জাপান সিকিউরিটিজ ডিলারস এসোসিয়েশন (জেএসডিএল) এর আমন্ত্রণে ১৬তম এশিয়ান সিকিউরিটিজ ফোরাম টোকিও রাউন্ডটেবিলে যোগ দিতে শনিবার (২ ডিসেম্বর) জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও। তিনি সেখানে ৩ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটের উপর আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিবেন।
জানা গেছে, জাপান সিকিউরিটিজ ডিলারস এসোসিয়েশন আয়োজিত উক্ত অনুষ্ঠানে এশিয়া ও ওশেনিয়া দেশভূক্ত সিকিউরিটিজ মার্কেটের প্রায় ৪০ টির অধিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ নিবেন। অনুষ্ঠানে রোজারিও বাংলাদেশ সিকিউরিটিজ মার্কেটের উপর বক্তব্য দিবেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ মার্কেটে ডিবিএর ভূমিকা ও কার্যক্রম তুলে ধরবেন।
তাঁর এই সফরের মাধ্যমে এশিয়া ও ওশেনিয়ার বিভিন্ন দেশ ও সংগঠনের সাথে ডিবিএর পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নত হবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে ডিবিএর পরিচিতি প্রসার লাভ করবে। অন্যদিকে, এই সফর বাংলাদেশ সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে এশিয়ার দেশগুলোর সাথে কাজ করার সুযোগ সৃষ্টি করবে।