ঢাকা,  বৃহস্পতিবার  ০৯ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সিরাজের চমক, নড়েননি সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ২৫ জানুয়ারি ২০২৩

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সিরাজের চমক, নড়েননি সাকিব

ছবি সংগৃহীত

ক্যারিয়ারে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে তালিকায় শীর্ষে উঠেছেন  ভারতের ডান-হাতি পেসার মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে ৭২৯ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেন সিরাজ। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানের পদে বহাল আছেন সাকিব।

মঙ্গলবার শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৫ উইকেট নেন সিরাজ। তার আগে এ মাসেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

২০১৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় সিরাজের। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৭৬ রান দেন তিনি। বাজে  পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েন সিরাজ।

গেল বছরের ফেব্রুয়ারিতে আবারও দলে ফেরার পর  থেকে ভারতের হয়ে ওয়ানডেতে নিয়মিত পারফরমেন্স করে আসছেন এই পেসার। দলে ফেরার পর ২০ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন সিরাজ। গত এক বছর ধরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি। সেই সাথে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও সুযোগ হয়েছে সিরাজের।

গেল বছরের সেপ্টেম্বর থেকে ওয়ানডে খেলছেন না বোল্ট। ৭০৮ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন তিনি। ৭২৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন ভারতের ওপেনার শুভমান গিল। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি হাকান গিল। শেষ ওয়ানডেতেও সেঞ্চুরির তুলে নেন এই ডান-হাতি ব্যাটার। এমন দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে আইসিসি ওয়ানডে  ব্যাটিং র‌্যাংকিং তালিকায় ২০ ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছেন গিল।

গিলের পেছনেই আছেন বিরাট কোহলি। গিলের সাথে কোহলির রেটিং ব্যবধান মাত্র ৭। গিলের রেটিং ৭৩৪ ও কোহলির ৭২৭।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০১ রানের ইনিংস খেলায় দুই ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে অষ্টমস্থানে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অষ্টমস্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সমান ৭১৯ রেটিং রোহিতের। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার রেটিং ৮৮৭।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন অধিনায়ক তামিম ইকবাল। ৬৫৫ রেটিং নিয়ে ১৬তমস্থানে তামিম। বোলাদের তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে সাকিব আল হাসান। ৬৫২ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় ৩৮৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।