ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন খবর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ২৯ জানুয়ারি ২০২৩

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন খবর

ছবি সংগৃহীত

কথোপকথনের স্ক্রিনশট বন্ধ করতে কড়াকড়ি শুরু করেছে হোয়াটসঅ্যাপ। যদিও হোয়াটসঅ্যাপে কথোপকথন অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড বলা হয়। কিন্তু তারপরও প্রায়ই ব্যবহারকারীর কথোপকথনের স্ক্রিনশট নিয়ে ফায়দা নেন। মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে।

এতোদিন পর্যন্ত ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিনশট নিতে পারতেন ব্যবহারকারী। ফলে তা শেয়ারও করতে পারতেন অন্যদের সঙ্গে। তবে সেই পলিসিতে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আর তোলা যাবে না ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট।

প্রাপক যখনই ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে স্ক্রিনটি। একটি মেসেজ পপও আসবে সঙ্গে সঙ্গে। যেখানে এই মর্মে তাকে জানানো হবে, নিয়ম ভেঙে স্ক্রিনশট তোলার চেষ্টা করছেন সেই ব্যক্তি। যার অনুমতি দেয়না হোয়াটসঅ্যাপ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

টানা তাপদাহ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে কমপক্ষে ১১ জন নিহত।
আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণেই দল বার বার ক্ষমতায় এসেছে-সংসদে জানালেন প্রধানমন্ত্রী।
মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে। স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে- বলছে ডিবি।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ।
কলম্বিয়া ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নজিরবিহীন হামলা।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
পরীক্ষা-নিরীক্ষা নয়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান অধিনায়ক শান্ত।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো ভারত।