
ফাইল ছবি
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভারতের আসামের ঢেকিয়াজুলি এলাকায়, যা রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।