ঢাকা,  সোমবার  ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নিরীক্ষা প্রতিবেদন যাচাইয়ে এফআরসি ও আইসিএবি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

তামহীদ খান তিশাদ

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিরীক্ষা প্রতিবেদন যাচাইয়ে এফআরসি ও আইসিএবি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন যাচাই কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে এফআরসি’র চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং আইসিএবি’র প্রেসিডেন্ট এনকে এ মবিন এফসিএ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় আইসিএবি’র সহ-সভাপতি, কাউন্সিল সদস্য ও এফআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) ২০১৫ অনুযায়ী জনস্বার্থ সংস্থাসমূহের জন্য প্রতিবছর বার্ষিক আর্থিক বিবরণী এফআরসি’র কাছে দাখিল করা বাধ্যতামূলক। পাশাপাশি দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন সঠিক এবং যথাযথ কিনা, তা যাচাই করার ক্ষমতা এফআরসি’র রয়েছে।

বর্তমানে জনস্বার্থ সংস্থার আর্থিক বিবরণী নিরীক্ষা করছেন আইসিএবি’র সার্টিফিকেট অব প্র্যাকটিস (সিওপি)ধারী চার্টার্ড একাউন্ট্যান্টরা। এসব যাচাই কার্যক্রমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম (DVS) ব্যবহারে এফআরসিকে সহায়তা করবে আইসিএবি।

এ সমঝোতার ফলে জনস্বার্থ সংস্থা ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এফআরসি ও আইসিএবি’র এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন