ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ধর্ষণচেষ্টার সময় পুরুষাঙ্গ কেটে আ.লীগ নেতাকে হত্যা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ধর্ষণচেষ্টার সময় পুরুষাঙ্গ কেটে আ.লীগ নেতাকে হত্যা

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে পুরুষাঙ্গ কেটে এরশাদুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদুল।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

 

এরশাদুল ইসলাম কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, এরশাদুলকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ সকালে অতিরিক্ত রক্তক্ষরণ জনিত মারা যান তিনি।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে এরশাদুলের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণচেষ্টার মামলা ছিল। মামলার চার্জশিটও দাখিল করেছিল পুলিশ। তিন মাস আগে এরশাদ জামিনে বের হন। এলাকায় এসে আবারও তিনি ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকেন। এরই এক পর্যায়ে সোমবার রাতে ওই নারী ব্লেড দিয়ে এরশাদুলের পুরুষাঙ্গ কেটে দেন।

ওসি আরও বলেন, পরে তাকে আহত অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে তিনি মারা যান। মৃত্যুর খবর পেয়ে ওই নারীকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

নানা আয়োজনে মহান মে দিবস পালিত। মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও কোন ছাড় নয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা-বলছে আবহাওয়া অধিদপ্তর।
গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করার ব্যর্থতার দায় হামাসকেই বহন করতে হবে- জেরুজালেম সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রবল বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় ১৬৯ জনের মৃত্যু। নাইরোবিতে নজিরবিহীন পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
স্টিভেন স্মিথকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।