ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ৯ আগস্ট ২০২৩

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীর একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মাছটির ওজন ছিল সোয়া দুই কেজি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীর আমতলী লোছা নামক এলাকায় জাহিদের জালে মাছটি ধরা পড়ে। এটি মৌসুমের সেরা ইলিশ বলে দাবি করেন আড়তদার মো. রাসেল মিয়া।

জানা গেছে, লোছা গ্রামের জাহিদ নামে এক জেলে মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতো বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলেন। অন্যদিনের মতো স্বাভাবিক নিয়মে তিনি মাছের জন্য অপো করছিলেন। ওই দিন বিকেলে জাল তুলতে গিয়ে দেখেন ছোট ছোট ইলিশ মাছের সঙ্গে একটি বিশাল আকারের ইলিশ উঠেছে জালে।

পরে বিকেলে মাছটি বিক্রির জন্য উপজেলার আমতলী বাজারের তালুকদার মৎস্য আড়তে নেন তিনি। সেখানে মিটারে ওজন দিয়ে দেখেন, মাছটির ওজন সোয়া দুই কেজি।

আড়তদার রাসেল ডাকের মাধ্যমে ৮ হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছ বিক্রি করেন।

এরপর খুচরা মাছ বিক্রেতা মো. মাসুদ গাজী ওই মাছটি কিনে সন্ধ্যায় তা এক ক্রেতার কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন।

জেলে জাহিদ জানান, ইলিশের ভরা মৌসুম থাকলেও এখনও পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।

আমতলী পাইকারি মাছের আড়তদার মো. রাসেল মিয়া জানান, এ বছর ইলিশের ভরা মৌসুমে এত বড় ইলিশ আর বাজারে আসেনি। মাছটি একনজর দেখার জন্য সবাই ভিড় জমান।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী-সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

নানা আয়োজনে মহান মে দিবস পালিত। মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও কোন ছাড় নয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা-বলছে আবহাওয়া অধিদপ্তর।
গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করার ব্যর্থতার দায় হামাসকেই বহন করতে হবে- জেরুজালেম সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রবল বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় ১৬৯ জনের মৃত্যু। নাইরোবিতে নজিরবিহীন পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
স্টিভেন স্মিথকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।