
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার গঠন হবে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। সেখানে উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) হলে সরকার দুর্বল হবে বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, সেটা 'খোঁড়া' যুক্তি ও 'সত্যের অপলাপ'।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, 'ঐকমত্য কমিশন সংখ্যাগরিষ্ঠ দলের মতের ওপর ভিত্তি করে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে। এরপরেও কিছু দল খোঁড়া যুক্তি দিচ্ছে। এগুলো জনগণকে বোকা বানানোর যুক্তি।'
তিনি আরও বলেন, 'আমরা এমন সংবিধান চাই যেটা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে, যেটা মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, ভোটাধিকারকে সুরক্ষিত করতে পারে, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা পায় এবং ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে পারে, ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে বিকেন্দ্রীকরণ করতে পারে।'
আখতার বলেন, 'নতুন করে সংবিধান লিখতে না পারলে পূর্বের সংবিধানকে আমরা এত সংশোধন করতে পারবোনা। যেকোনো সময় আদালতে এটা চ্যালেঞ্জ করা হবে। কোর্ট সেটা বাতিল করার ক্ষমতা রাখেন। কারণ এই সংবিধানের বেসিক কাঠামো '৭২-এর বেসিক স্ট্রাকচার হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা এমন সংবিধান চাই যেটা নতুন স্ট্রাকচার নিয়ে জাতির সামনে হাজির হবে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারোয়ার তুষার, যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।