
‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেল
ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন, যেখানে তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও সফলতার অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মসূচি পরিচালিত হয়। নারী পক্ষের উদ্যোগে এবং ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোলার তিন উপজেলার দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। এরপর তথ্যচিত্রের মাধ্যমে প্রকল্পের আওতাভুক্ত আট জেলার কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং তরুণ প্রজন্মের সফলতার গল্প তুলে ধরা হয়। ভোলার জেলার কার্যক্রম ও অর্জনও বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিফাত ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেছ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল উদ্দিন, ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ্উদ্দিন, ভোলা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন এবং তারুণ্যের কণ্ঠস্বর ভোলার সদস্য সাবরিনা ইসলাম বর্ষা।
সভাপতি ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু এবং সঞ্চালনা করেন তরুণ্যের কণ্ঠস্বর ভোলা জেলার সদস্য হাজেরা বেগম ইমা। এছাড়াও নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন, ভোলা জেলা তথ্যসেবা কর্মকর্তা আফনান হক, ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী, স্বপ্নীল শিশু-কিশোর সংগঠন সভাপতি ইভান তালুকদার, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ নোমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।
নারী পক্ষ জানিয়েছে, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভোলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ।
সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা তাদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নারী পক্ষ ২০১৮ সাল থেকে ভোলায় কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করা এবং সমাজে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করছে।