
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার এবং বিআরটিএর সহকারী পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বক্তারা আরও বলেন, “মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চললে সড়ক হবে নিরাপদ।”
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।