
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে বিএনপি। তবে সরকার নিরপেক্ষ ভূমিকাতেই আছে বলে মন্তব্য করেছেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করানোয় সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, প্রত্যেক দলই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে,তাতে এ বিষয়টি পরিষ্কার যে সরকার সঠিক পথেই আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আস্থার কোনো সঙ্কট নেই বলে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন শুরু হলেই কেটে যাবে তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের হাজির হওয়া নিয়েও কথা বলেন ড. আসিফ নজরুল। জানান, আদালতের প্রতি তাদের এই সহযোগিতাকে সরকার ইতিবাচক হিসেবেই দেখছে। তবে তাদেরকে কোথায় রাখা হবে সেই বিষয়টি একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে।