বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে আয়োজিত একটি সভায় সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ কর্তৃক আইনজীবীদের সম্পর্কে 'ওকালতি যারা করে তারা টাউট- বাটপার' এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনা জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা।
শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এ ধরনের কুরুচিপূর্ণ ও ঘৃণ্য মন্তব্য আইনজীবী সমাজের ভাবমূর্তি নষ্ট করেছে এবং দেশের আইনাঙ্গনের সম্মান ক্ষুণ্ণ করেছে। ইতোমধ্যে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের সামাজিক মর্যাদা ও অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে সারাদেশের আইনজীবীরা ক্ষুব্ধ ও ব্যথিত। ইতোমধ্যে বিভিন্ন জেলায় আইনজীবী মহল প্রতিবাদ জানিয়েছে, যার ধারাবাহিকতায় বরগুনার আইনজীবীরাও আজ একযোগে প্রতিবাদ কর্মসূচিতে সংযুক্ত হয়েছেন।
এসময় সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদকে অবিলম্বে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকার ও ক্ষমা প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক আলহাজ্ব নূরুল আমিন, সদস্য-সচিব মনোয়ারা আকতার; বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার আহবায়ক মোঃ মজিবর রহমান মজিবর, সদস্য সচিব আবদুল ওয়াসি মতিনসহ জেলার বিভিন্ন আইন কর্মকর্তা ও আইনজীবী নেতারা।
আইনজীবী নেতৃবৃন্দ বলেন, এমন অসদাচরণ ও অপমানজনক মন্তব্যের মাধ্যমে পেশাজীবী শ্রেণির প্রতি সমাজে ভুল বার্তা পৌঁছেছে, যা ভবিষ্যতে আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে।









