ঢাকা,  শনিবার  ২৫ মার্চ ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও: আইএইএ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১৬ মার্চ ২০২৩

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও: আইএইএ

ছবি সংগৃহীত

লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২ দশমিক ৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। 

সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি'র। 

তিনি জানান, মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন যে, লিবিয়ার ওই স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তাদের এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এসবের বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম চালাবে।

লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মের গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি পরিত্যাগ করে।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে ব্যাপক গণহত্যা চালায়। আজও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি।
পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি।
খুলনার শিরোমনিতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যা।
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে প্যারিস থেকে একদিনে ৪৫৭ জন গ্রেফতার।
ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় লোকসভার সদস্য পদ হারালেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।