ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডিএসই’র জাতীয় শোক দিবস পালন

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭, ১৬ আগস্ট ২০২৩

ডিএসই’র জাতীয় শোক দিবস পালন

আগস্ট মাস শোকের মাস৷ শোকাবহ আগস্টের স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে৷ ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নচারী, বাঙালি জাতির প্রেরণার উত্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷ মঙ্গলবার (১৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২ টায় ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল­াহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, রুবাবা দৌলা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ শাকিল রিজভী, মোঃ শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

একই দিন আগারগাও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র উপস্থিতিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

এ সময় তার সাথে ছিলেন ডিএসই’র পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন